ডেক্স রিপোর্ট
রহেনা খানম মুক্তা কাউন্সিলর ১০,১১ ও ১২ নং ওয়ার্ড
(সংরক্ষিত-০৪)
১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন কালে পেনেল মেয়র মখলিছুর রহমান কামরান ও রুহেনা খানম মুক্তা সংরক্ষিত -৪ বন্যা কবলিত মানুষের মাঝে রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরন করেন। সুরমা নদীর পানি এখন ও স্তির গড়িতে রয়েছে আগামী দু একদিন বৃষ্টি নাহলে হয়তো পানি ধীরে ধীরে নেমে যেতে পারে বলে এলাকাবাসি ও স্থানীয় মানুষরা মনে করছেন ।