১০ ১১ও ১২নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রুহেনা খানম মুক্তা। পানি বন্দি এলাকার মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, এবং সকলের খোঁজ খবর নিচ্ছেন কলা পারা ঘাসি টুলা বেতের বাজার এলাকায় বন্যার পানি অস্বাবাবিক হারে বেড়েছে। একেবারে কাছাকাছি সুরমা নদী হওয়াতে সেই এলাকার মানুষেরা চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন হটাৎ করে সুরমার পানি বেড়ে যাওয়ায় কারণে চলাচলের রাস্তা নদীর কুলভর্তি হওয়াতে। নদী ও চলাচলের রাস্তা একীভূত হয়ে গেছে এই মুহূর্তে সিটি কর্পোরেশন এর জরুরি উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।