অদ্য বিকাল ৫টা ৪৫ ঘটিকার সময় এয়ারপোর্ট থানাধীন দলদলি চা বাগানে মিলন মিয়ার বাড়ির উঠানে তীর শিলং খেলারত অবস্থায় জুয়ার আলামত সহ ১৩ জুয়াড়ি কে গ্রেফতার করে সিলেট গোয়েন্দা মহা নগর পুলিশ এতে নেতৃত্বদেন মহা নগর গোয়েন্দা পুলিশ এর অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহরিয়ার আল মামুন গ্রেফতারকৃতরা হলেন। ১. মো: সাখাওয়াত হোসেন রনি (৩৯) ২. আব্দুল জব্বার (৬২) ৩. স্বপন চন্দ্র (২০) ৪. জালাল (২৮) ৫. তৌফিক মিয়া (৪৫) ৬. মো: বাদশাহ মিয়া (৬৫) ৭. মইনুল হক (২৮) ৮. খোকন মিয়া (৫১) ৯. মো: ফিরোজ (৪৩)
১০. মো: সেলিম আহমদ (২৭) ১১. মো: আল আমীন (৩১) ১২. রাহাত আহমেদ (১৮) ১৩. সোহাগ হোসেন মনা (১৮)।