দক্ষিণ সুরমায় ১১ জুয়ারি গ্রেফতার
সিলেট দক্ষিণ সুরমা থানাধীন ক্বিনব্রিজের নিচে খালি জায়গা হইতে ১১ জুয়ারিকে গ্রেফতার করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। ৩০/০৫/২০২৪ ইং তারিখে বিকাল ৪.২৫ মিনিটের সময়। এতে নেতৃত্ব দেন সিলেট গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার আল মামুন। এতে গ্রেফতারকৃত হলেন- নাজিম উদ্দিন (৪০), জনি রিষি (২০), মনতু মিয়া (২৯), লায়েক মিয়া (২০), রুবেল মিয়া (২৮), শাহীন মিয়া (৩৭), আবদুল মোতালেব (৪৫), নজরুল ইসলাম (৩৫), সাইফুল ইসলাম (২৭), পাপলু মিয়া (৪০), জহিরুল ইসলাম (৪০)। তারা সবায় শীলং তীরের জুয়াড়ি। তাদের নামে দক্ষিণ সুরমা থানায় মামলা রুজু হয়েছে।