জৈন্তাপুর গোয়াইনঘাট কানাইঘাট ও কোম্পানীগঞ্জের পাহাড়ি ডল ও বন্যার পানি কিছুটা কমতে শুরু করলে ও । এদিকে সুরমা ও কুশিয়ারা হয়ে বৃহত্তর সিলেটের বিভিন্ন নিচু জায়গায় পানি প্রবেশ করেছে । সিলেট উপশহর কাজীর বাজার গরুর হাটার ভিতরে হাটু পানি। তালতলা গুলশান হোটেলের সামনের কালভার্ট এর উপরে ও পানি , তালতলা ফায়ার সার্ভিসের ভিতরে পানি প্রবেশ করেছে সুরমা নদীর পানি এতোই বেড়েছে যে পানি দেখার জন্য মানুষ ভিড় করছে সিলেট কিনব্রিজের সামনে ।