আসন্ন জৈস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আবারও ভাইস চেয়ারম্যান পদে মাইক মর্কা প্রতীক নিয়ে ভোটারদের তুমুল আলোচনায় রয়েছেন মোঃ বশির উদ্দিন।
বর্তমান সফল ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন বলেন, আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছি। এই সময়ে আমি ন্যায়, নীতি, সৎ, আদর্শ ও স্বচ্ছতা বজায় রেখেছি। উপজেলা পরিষদের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ গ্রহন করেছি। একইভাবে জনগণের সাথে নিবিড় সম্পর্ক রেখে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে উপস্থিত থেকে ভূমিকা রেখেছি।
তিনি আরো বলেন আগামী ২১ জুন নির্বাচনে আমার মাইক মার্কা প্রতীতে ভোট দিয়ে আরেকবার সুযোগ চাই। আমি মনে করি, আমার বিগত দিনের অভিজ্ঞতা দিয়ে আগামীতে আরও সফলভাবে আমার দায়িত্ব পালন করতে পারবো।