আসন্ন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বদরুল ইসলামের টেলিফোন মার্কার নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধায় চন্ডিপুলস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ রাজ্জাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম।
সভায় সর্বসম্মতিক্রমে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মতিউর রহমান মতিকে আহবায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রব, যুগ্ম সম্পাদক বশির মিয়া, আব্দুল আহাদ, সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম কামাল, আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান, মিছবাহ আহমদ তালুকদার, অরুন দেবনাথ সাগর, আজাদুর রহমান আজাদ, ইসমাইল হোসেন বাচ্চু, আতিকুর রহমান শিপন, মোঃ নুরুজ্জামান তালুকদার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবুর রহমান, নুরুল ইসলাম, সেলিম আহমদ, আব্দুল সালাম সোহেল, সাবেক চেয়ারম্যান ইকরাম হোসেন বকত, সিরাজুল ইসলাম শিরু, দিলোয়ার হোসেন, জেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বদরুল আলম তুহিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, জামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ। পরে বদরুল ইসলাম দাউদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় করেন