মঙ্গলবার সকাল ১১টার সময় সিলেট জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান কাছ থেকে তিনি এই প্রতীক বুঝে নেন।
ঘোড়া প্রতীক পেয়ে মোঃ জুয়েল আহমদ এক প্রতিক্রিয়ায় বলেন, জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে প্রার্থী হয়েছি। দক্ষিণ সুরমা উপজেলাবাসী উন্নয়নে ও সেবক হিসেবে কাজ করে যেতে চাই। স্মার্ট দক্ষিণ সুরমা উপজেলা গড়তে ৮ই মে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আপনারা আমাকে সহযোগিতা করুন। আমি আপনাদের একটি স্মার্ট ও জনবান্ধব উপজেলা উপহার দিব ইনশাআল্লাহ ।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৮ মে অনুষ্ঠিতব্য প্রথম ধাপের উপজেলা নির্বাচনে সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ করা হবে। মঙ্গলবার (২৩ এপ্রিল) এ সকল উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।