পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
এক বার্তায় তিনি বলেন ঈদের দিন আমাদের জন্য আনন্দের, বিশ্বাসের ও ভ্রাতৃত্ববোধের। পবিত্র ঈদুল ফিতর সমগ্র মানবজাতির জন্য বয়ে আনুক বাসযোগ্য একটি ধরনী, বৈষম্যহীন একটি সমাজ,বিদ্বেষহীন এক চেতনা, বিলাসিতাহীন জীবনাচরণ, সামাজিক আচরণ পরিবর্তনসহ স্বার্থপরতাহীন এক মনোরম বিশ্ব। ঈদের দিন আমাদের জন্য আনন্দের, বিশ্বাসের ও ভ্রাতৃত্ববোধের। ঈদ মানবজাতির জন্য বয়ে আনুক বাসযোগ্য একটি ধরনী, বৈষম্যহীন একটি সমাজ,বিদ্বেষহীন এক চেতনা, বিলাসিতাহীন জীবনাচরণ, সামাজিক আচরণ পরিবর্তনসহ স্বার্থপরতাহীন এক মনোরম বিশ্ব।
প্রত্যাশা সব অন্ধকার কেটে আলোয় ভরে উঠুক জীবন, সাফল্যের সমস্ত দরজা খুলে যাক। এই বিশেষ দিনটি সবার জন্য শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। সব অন্ধকার কেটে আলোয় ভরে উঠুক জীবন, সাফল্যের সমস্ত দরজা খুলে যাক। এই বিশেষ দিনটি সবার জন্য শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। তিনি তাঁর নিজ অঞ্চল গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসী সহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।