ক্রাইম রিপোর্টার🖊 তানভীর আহমেদ নাবিল
জৈন্তাপুরে ৪৯বস্তা ভারতীয় চিনি সহ একটি ট্রাক আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ঠ এপ্রিল) সকালে উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নের দলইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নের দলইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি হাইড্রলিক ড্রামট্রাক হতে ৪৯ বস্তা (২৪০০ কেজি) ভারতীয় চিনি আটক করা হয়।
পুলিশের অবস্থান টের পেয়ে চিনির সাথে থাকা চোরাকারবারি পালিয়ে যায় এবং গাড়ির চালক পুলিশের হাতে আটক হয়ে ঘটনার সত্যতা স্বীকার করে বলে এই চালানের মালিক আকরাম ভাই বলে গাড়িতে থাকা মনোয়ার ভাইর মুখে নাম শুনেছি কিন্তু আমিতো চিনিনা ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনোয়ার জসিম (৩০) নামে এবং অজ্ঞাতনামা অপর এক ব্যাক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মনোয়ার জৈন্তাপুর উপজেলার উলিপাড়ার বাসিন্দা। বর্তমানে সে পলাতক রয়েছে।
এই সিন্ডিকেটের সংগে জড়িতদের খুঁজছে পুলিশ, চিনি সহ ভারত থেকে বিভিন্ন ধরণের মালামাল সীমান্তের ওপার দিয়ে প্রতিনিয়ত প্রবেশ করছে সিলেটের বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছে চাঁদাবাজরা টাকার বিনিময়ে ।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।