সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ঘোড়াইল কলেজের আয়োজনে মাদক,জুয়া,জঙ্গিবাদ,বাল্যবিবাহ,ইভটিজিং, ভূমিদস্যু,সাইবার বুলিং ও ফেইসবুক অপরাধ বিষয়ের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১০ মার্চ ডৌবাড়ী ঘোড়াইল কলেজ হল রুমে সিলেট জেলা পরিষদ সদস্য ও কলেজ গভর্নিং বডির সভাপতি সুবাস দাস’র সভাপতিত্বে
মূখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম (পিপিএম)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজ উদ্দিন,নগরডেংরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম মামুন,ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, বিট অফিসার এসআই পিংকু,কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল নুরউত্তম দাস।
উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসআদ হোসেইন শাকিল,এনামুল হক,ইমরান আহমদ, জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন, মামুন আহমদ সহ কলেজের শিক্ষার্থীরা।