• [english_date] , [bangla_date] , [hijri_date]

ফকির আহমদ আলী শাহ (রহঃ)’র ৮৪তম বার্ষিক ওরশ মাহফিল সোমবার

Sonaly Sylhet
প্রকাশিত February 27, 2024
ফকির আহমদ আলী শাহ (রহঃ)’র ৮৪তম বার্ষিক ওরশ মাহফিল সোমবার

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের বেটুয়ারমুখস্থ ফকির আহমদ আলী শাহ (রহঃ)’র ৮৪তম বার্ষিক ওরশ মাহফিল আগামী ৪ মার্চ সোমবার অনুষ্ঠিত হবে।

দিনব্যাপী অনুষ্ঠানসূচি শেষে ভোররাতে আখেরি মোনাজাত ও তবরক বিতরণের মাধ্যমে মাহফিল শেষ হবে।

মাহফিল উপলক্ষে মাজার কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল, গিলাফ ছড়ানো, আলোচনা সভা, জিকির-আজকার ও তবরক বিতরণ।

ওরশ মাহফিলে সর্বস্তরের মুরিদান ও তরিকতভক্ত আশেকানদের উপস্থিত হয়ে অশেষ ফয়েজ রহমত হাসিল করার জন্য মাজারের মোতওয়াল্লি ফকির শাহ মোঃ নোয়াব আলী অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, এই ওরশ মাহফিলে আগত অতিথিবৃন্দ, ভক্ত ও আশিকানসহ উপস্থিত সকলকে ‘মাছ-ভাতে’ আপ্যায়িত করা হয় বলে অনেকে এই অনুষ্ঠানকে ‘মাছের ওরশ’ নামে অভিহিত করে থাকে।

-বিজ্ঞপ্তি