দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের সুলতানপুরস্থ মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শহিদুল মাহমুদ আকাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, লালাবাজার ইউপি সদস্য সেলিনা বেগম, নজরুল ইসলাম মনির যুক্তরাজ্য প্রবাসী মঈন উদ্দিন তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী আহাদ উদ্দিন শাহ দিলওয়ার, যুক্তরাজ্য প্রবাসী মোঃ মদরিছ আলী, ইলিয়াছ মিয়া তালুকদার, আবুল হোসেন, মাহমদ আলী, আজির আলী, দবির আলী ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহ সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, মোঃ মহি উদ্দিন, সেক্রেটারি এনাম উদ্দিন তালুকদার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমি বেগম, পপি বেগম, সোমা বেগম, বিশিষ্ট মুরব্বী মোঃ দরছ মিয়া, জুনু মিয়া, আব্দুল আহাদ, ছইদ আলী, আখতার মিয়া, তুরণ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।