• [english_date] , [bangla_date] , [hijri_date]

সাম্প্রদায়ীক সম্প্রতি বজায় রাখতে দিঘলী গ্রামে জরুরী বৈঠক সম্পন্ন

Sonaly Sylhet
প্রকাশিত February 18, 2024
সাম্প্রদায়ীক সম্প্রতি বজায় রাখতে দিঘলী গ্রামে জরুরী বৈঠক সম্পন্ন
নিজেস্ব প্রতিবেদক
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীর ৩নং ওয়ার্ড বাসীর উদ্দ্যোগে সাম্প্রদায়ীক সম্প্রতি বজায় রাখতে ও অনিক দাস জয়ের উপড়ে হামলার প্রতিবাদে এক জরুরী বৈঠক সম্পন্ন হয়েছে।
শনিবার (১৭ফেব্রুয়ারী) রাতে পুরাতন দিঘলী গ্রামের অতুল দেবের বাস ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ মহি উদ্দিন। এসময় গ্রামের প্রবীণ মুরব্বীদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক তাপস দাস পুরস্কায়স্থ, সুনিল কান্তি দে, লুৎফুর রহমান, লালা মেম্বার, পুলক ভট্রাচার্য্য, ওয়ারিছ আলী, রইছ মাস্টার প্রমুখ।
বৈঠকে অনিক দাস জয় উপড়ে সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা জানানো হয়। এবং ঐক্যবদ্ধ ভাবে সকল সকল ধর্মিয় অনুষ্ঠান সুন্দর স্বার্থক করার প্রয়াস ব্যাক্ত করেন উপস্থিত মুরব্বিরা।
অলক দেব, তন্ময় দাস চপল, বিষু দে, বাবলু দেব, সুজিত পাল, চয়ন দে, স্বপন দাস ও বিদ্যুত দেবনাথ সহ গ্রামের যুব সমাজ উপস্থিত ছিলেন।