ছাতকে সরকারী অর্থায়নে নির্মিত পাকা রাস্তা ভেঙ্গে দিয়ে ভুমি দখলের চেষ্টা নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। একটি পক্ষ এ পাকা রাস্তা ভেঙ্গে ফেলার জন্য হ্যামার, শাবল নিয়ে ঘটনাস্থলে পৌছলে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। এক পর্যায়ে প্রশাসনের হস্থক্ষেপে বড় ধরনের দাঙ্গা-হাঙ্গামা থেকে রক্ষা পায় এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে রোববার সকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের হাবিদপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, হাবিদপুর গ্রামের মৃত সামছুল ইসলামের পুত্র মাহবুবুল ইসলামের বাড়ি সংলগ্ন রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করে আসছে বাড়ির লোকজন। প্রায় বছর খানেক আগে সরকারী অর্থায়নে রাস্তাটি পাকাকরণও করা হয়। সম্প্রতি গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসীর পক্ষের হয়ে কতিপয় ব্যক্তি রাস্তাটি ভেঙ্গে ফেলে ওই ভুমি দখলের অপচেষ্টায় লিপ্ত হয়। ভুমির মালিকানা দাবী করা ওই প্রবাসীর পক্ষে ভুমি উদ্ধারের দায়িত্ব নেন তারা। পাশাপাশি উদ্ধার করা উক্ত ভুমি স্থানীয় মসজিদকে দান করার চুক্তিও করা হয়েছে বলে স্থানীয়রা জানান। এদিকে সরকারী অর্থায়নে নির্মিত বাড়িয়ান রাস্তা ভাঙ্গার বিপক্ষে অবস্থান নেয় গ্রামের সাধারন মানুষ। গত কদিন ধরে রাস্তাটি ভেঙ্গে ভুমি উদ্ধারের চেষ্টা চালায় প্রবাসী পক্ষের লোকজন। এ ঘটনায় গোটা গ্রামের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে উত্তজনা। তারা যেকোন মুল্যে এ রাস্তা ভাঙ্গা প্রতিহত করার ঘোষনা দেয়। এ নিয়ে সোমবার মাহবুবুল ইসলাম বাদী হয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে রাস্তা রক্ষায় প্রশাসনের হস্থক্ষেপও কামনা করেন তিনি। একটি সূত্র জানায় বিরোধকৃত রাস্তাটি মুলত সরকারি খাস ভুমি। দীর্ঘদিন ধরেই রাস্তা হিসেবে এ ভুমি ব্যবহার হয়ে আসছে। রোববার সকালে বিষয়টি নিস্পত্তির লক্ষ্যে বিরোধকৃত রাস্তা সংলগ্ন খোলা জায়গায় স্থানীয় বাসিন্দাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাস্তা ভাঙ্গার পক্ষে প্রস্তাব দেয়া হলে গ্রামের লোকজন তীব্র প্রতিবাদ জানিয়ে বৈঠক ত্যাগ করেন। মুহুর্তের মধ্যে সৃষ্টি হয় চরম উত্তেজনার। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন শাবল, হ্যামার, খুন্তি নিয়ে জোর পূর্বক রাস্তা ভাঙ্গার উদ্যোগ নিলে গ্রামবাসীর বাধার মুখে ব্যর্থ হয় তারা। খবর পেয়ে ছাতক ভুমি অফিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শনে গেলে পরিস্থিতি ক্রমেই শান্ত হয়ে আসে। এ ব্যাপারে সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন জানান, সরকারি অর্থায়নে নির্মিত চলাচলের রাস্তা ভাঙ্গা যাবে না। বিষয়টি তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে।