দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সুনামগঞ্জ জেলা থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রিপা সিনহা। তিনি সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন শীর্ষক প্রকল্প পরিচালক উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের সন্তান ডা. স্বাধীন তালুকদারের স্ত্রী।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন তিনি।
এড.রিপা সিনহা বলেন, আমি এর আগে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে পাইনি তাই এখন সংরক্ষিত নারী আসনের মনোনয়ন কিনেছি।
তিনি শতভাগ আশাবাদী বলে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করলে আমি তার কথা অনুসারে কাজ করতে চাই। বিশেষ করে নারী ও সমাজের পিছিয়ে পড়া মানুষে ও দেশের উন্নয়নে জন্য কাজ করতে চান বলে জানান তিনি।