গত শুক্রবার( ২ ফেব্রুয়ারি) সকালে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের নতুন করে কমিটি গঠনের জন্য চিত্তরঞ্জন গোস্বামীর সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে স্বপন কুমার বর্মনকে সভাপতি(দৈনিক ভোরের কাগজ) ও সালেহ আহমদকে সাধারণ সম্পাদক(দৈনিক যায়যায় দিন), মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, চিত্তরঞ্জন গোস্বামীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, নুরুল ইসলামকে অর্থ সম্পাদক, নেছার আহমদ নেছার কে সিনিয়র সদস্য ও ধীরেন্দ্র দেবনাথকে সদস্য করে মোট ৭ সদস্য বিশিষ্ট বিশ্বম্ভরপুর প্রেসক্লাব কার্যকরী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক, উপজেলা আওয়ামিলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, পলাশ ইউপি চেয়ারম্যান মোঃ সোহেল আহমদ, ধনপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিলন মিয়া, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ ছবাব মিয়া।