লোকসাহিত্য গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সুমনকুমার দাশ অত্যন্ত মর্যাদাপূর্ণ বাংলা একাডেমি পুরস্কার ২০২৩ এ ভূষিত হওয়ায় লোকসংস্কৃতি গবেষক সিলেটের কৃতি সন্তান সুমনকুমার দাশ কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ। বিবৃতিতে নেতৃবৃন্দ, ২০২৩ সালে ঘোষিত বাংলা একাডেমি পদকপ্রাপ্ত সকল গুণীজনদের প্রতি অভিনন্দন জানান।নেতৃবৃন্দ বলেন,সুমনকুমার দাশের কঠোর পরিশ্রম ও লোকসংস্কৃতিতে নিরলস গবেষণা তাঁর কর্মের সঠিক মূল্যায়ন করা হয়েছে।তিনি লোকসংস্কৃতি বিকাশে আরোও অগ্রণী ভুমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি। নেতৃবৃন্দ বাংলা একাডেমি কতৃপক্ষ সহ পদক মূলয়ায়ন কমিটির প্রতিও কৃতজ্ঞতা জানান। তারা বলেন, সুমনকুমার দাশের নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। তার এই অর্জনে সম্মিলিত নাট্য পরিষদ অত্যন্ত গর্বিত।