• [english_date] , [bangla_date] , [hijri_date]

হবিগঞ্জে বাইক উল্টে কলেজ ছাত্র নিহত

Sonaly Sylhet
প্রকাশিত January 23, 2024
হবিগঞ্জে বাইক উল্টে কলেজ ছাত্র নিহত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার মিরপুর ভূলকোট এলাকায় এ ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব জানান।

নিহত সেবুল মিয়া (২১) ওই উপজেলার তারাপাশা গ্রামের ছোট্র মিয়ার ছেলে। তিনি হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহত ফয়সাল মিয়া (২০) সেবুলের বন্ধু।

স্থানীয়দের বরাতে ওসি অজয় চন্দ্র বলেন, সকালে সেবুল তার বন্ধু ফয়সালকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। ঘুরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে ভূলকোট এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে মধ্যে উল্টে যায়। এতে সেবুল ও ফয়সাল গুরুতর আহত হয়।

তিনি বলেন, তাদেরকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সেবুলকে মৃত ঘোষণা করেন। ফয়সাল সেখানে চিকিৎসাধীন।