• [english_date] , [bangla_date] , [hijri_date]

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে সাহায্য করতে হলে সুদৃর প্রসারী উদ্যোগ নিতে হবে-শেখ তোফায়লে সেপুল

Sonaly Sylhet
প্রকাশিত January 22, 2024
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে সাহায্য করতে হলে সুদৃর প্রসারী উদ্যোগ নিতে হবে-শেখ তোফায়লে সেপুল

কাউন্সলির শেখ তোফায়লে আহমদ সপেুল বলছেনে,অসহায় মানুষকে কর্মক্ষম করে তোলার পদক্ষেপই সর্বোত্তম সাহায্য। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে সাহায্য করতে হলে সুদৃর প্রসারী উদ্যোগ নিতে হবে। আমরা যদি অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদেরকে কর্মক্ষম করে তোলার উদ্যোগ নিতে পারি, তবে তারাও আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
চেতনা যুব পরিষদের উদ্যোগে গতকাল সোমবার নগরীর হাউজিং এষ্টেট এলাকায় উম্মুলকুরা একাডেমীতে সেলাই মেশিন ও একজন রোগীকে চিকিৎসার নগদ অর্থ প্রদান  অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন।
চেতনা যুব পরিষদের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাসিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফেজ মোহাম্মদ কাউসার আহমদ এর পরিচালনায় অন্যানোর মধ্যে বক্তব্যে রাখেন চেতনা যুব পরিষদের সহ সভাপতি রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আমিন উদ্দিন,উম্মুল কুরা একাডেমির পরিচালক  আহমদুল হক উমামা প্রমুখ।