সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সকলকে নিয়ে মিলেমিশে কাজ করতে চাই। আমার নির্বাচনী প্রতিশ্রুতি আগামী ৫ বছরের মধ্যে পূরণ করতে অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়ন, অগ্রযাত্রার অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকাকে একটি আদর্শ এলাকায় হিসেবে গড়ে তুলতে আমিপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো। সকলের সহযোগিতার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করতে হবে।
এমপি হাবিব বলেন, গত ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ সুরমা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ আমাকে নির্বাচিত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। এজন্য আমি কৃতজ্ঞ।
তিনি ১৮ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডস্থ তাঁর নিজ কার্যালয়ে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী রাজ্জাক হোসেন, রফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক বদরুল ইসলাম, বশির আলী, আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাতক নেছার আলী, ত্বোয়াজিদুল হক তুহিন চেয়ারম্যান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক হাজী আতিকুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, শ্রম সম্পাদক পংকি মিয়া, সাংস্কৃতিক সম্পাদক অরুণ দেবনাথ সাগর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম রাসেল, কোষাধ্যক্ষ রফিক আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, সহ দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, সদস্য সাবেক চেয়ারম্যান হাজী মঈনুল ইসলাম, শাহ আলম, খিজির খান, সাবেক চেয়ারম্যান ইকরাম হোসেন বকত, জামাল উদ্দিন, সুমন আহমদ তালুকদার, সেলিম আহমদ, নুরুজ্জামান তালুকদার, আমিরুল ইসলাম ওয়েছ, নজরুল ইসলাম, আতিকুল হক শিপন, কয়েছ আহমদ, সালেহ আহমদ শাহীন, লিয়াকত আলী, খলিলুর রহমান প্রমুখ।
এরআগে নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমানকে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ফুল দিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।