• [english_date] , [bangla_date] , [hijri_date]

জুড়ীতে ইটের ব্যবসার আড়ালে ধান মজুত: জরিমানা আদায়

Sonaly Sylhet
প্রকাশিত January 19, 2024
জুড়ীতে ইটের ব্যবসার আড়ালে ধান মজুত: জরিমানা আদায়

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা সদরের জাঙ্গিরাই এলাকায় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় খাদ্য বিভাগের লাইসেন্স ছাড়া একটি গুদামে ৭৩ মেট্রিকটন ধান মজুত করায় ভ্রাম্যমাণ আদালত জহিরুল ইসলাম (৫৫) নামের এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় গুদামটি সিলগালা করে দেওয়া হয়। জহিরুল ইসলামের বাড়ি জাঙ্গিরাই এলাকায়। তিনি ইটের ব্যবসা করেন। তবে, এর আড়ালে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে ধানেরও ব্যবসা করছেন।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সন্ধ্যা সাতটার দিকে অভিযান চালায়। এ সময় মৌলভীবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব ও জুড়ী থানার এসআই সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার সানজিদা আক্তার বলেন, ২০২৩ সালের খাদ্য উৎপাদন, মজুত, বিপনন ও পরিবহন আইনে ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং গুদাম সিলগালা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।