মৌলভীবাজারে দুইদিনের সফরে আসছেন কৃষি মন্ত্রনালয়ে নিযুক্ত কৃষিমন্ত্রী ড. মো.আব্দুস শহীদ এমপি। মন্ত্রীত্ব গ্রহনের পর এই প্রথম ১৮ জানুয়ারি দুইদিনের সফরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ নির্বাচনে এলাকার বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে গণ সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন করবেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীরা। ওইদিন দুপুর ২টায় মৌলভীবাজার সার্কিট হাউজে উপস্থিতি। বিকাল সাড়ে তিনটার দিকে শ্রীমঙ্গল মিশন রোডস্থ নিজ বাসভবনে উপস্থিতি। এরপর সন্ধ্যা সাতটার দিকে ফুলছড়া চা বাগানে শীতার্ত ও অসহায় চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
১৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে আটটার দিকে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ ডেইরি ফার্মার্স এসোসিয়েশন কৃর্তক আয়োজিত সংবর্ধনা ও নৈশভোজ অুনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।
পরদিন শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা উদ্দেশ্যে রওয়ানা দিবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রাজীব সিদ্দিকী।