• [english_date] , [bangla_date] , [hijri_date]

সিলেটে এসে পুলকিত নায়িকা নিপুণ

Sonaly Sylhet
প্রকাশিত January 16, 2024
সিলেটে এসে পুলকিত নায়িকা নিপুণ

‘ছোটবেলায় আমি সিলেটে থেকেছি। কিছুদিন আগেও আমি সিলেটে এসেছিলাম। সিলেট আমাদের পরিবারের একটি অংশ।’

পুলকিত চিত্রনায়িকা নাসরিন আকতার নিপুণ সিলেটে এসেই এভাবে নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন।

 

 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সিলেট মহানগরের সুবিদবাজারে একটি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ বলেন, আমার বাবা ১৯৮২ সালে জকিগঞ্জের ইউএনও ছিলেন। তখন আমি অনেক ছোট ছিলাম। আমরা ভাই সিলেটে পড়াশোনা করেছে। সিলেটে বন্যার সময় আমি শিল্পী সমিতির পক্ষ থেকে সবার সাথে এসেছিলাম। বন্যাকবলিত এলাকায় ত্রাণ দিয়েছিলাম। সিলেটে যখনই আসি- আমার অনেক ভাল লাগে। সিলেট আমাদের পরিবারের একটি অংশ।