• [english_date] , [bangla_date] , [hijri_date]

‘নিস্তেজ’ হয়ে পড়া আন্দোলনে গতি আনার পথ খুঁজছে বিএনপি

Sonaly Sylhet
প্রকাশিত January 13, 2024
‘নিস্তেজ’ হয়ে পড়া আন্দোলনে গতি আনার পথ খুঁজছে বিএনপি

‘নিস্তেজ’ হয়ে পড়া সরকারবিরোধী আন্দোলন আবার চাঙা করার পরিকল্পনা করছে বিএনপি। তবে নতুন করে কীভাবে আন্দোলনের শুরু হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। এখন দলের নীতিনির্ধারণী নেতারা আন্দোলনের কর্মকৌশল নিয়ে ভাবছেন। একই সঙ্গে তাঁরা রাজনৈতিক মিত্রদের সঙ্গেও কথা বলছেন।

আড়াই মাস পর বিএনপির নেতা-কর্মীরা গত বৃহস্পতিবার তালা ভেঙে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকেন। গতকাল শুক্রবার কার্যালয়ে নেতা-কর্মীদের সেভাবে দেখা যায়নি। তবে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা গতকাল কার্যালয়ে বসেছেন, সংবাদ সম্মেলন করেছেন। জেলা কার্যালয়গুলোও খোলা শুরু হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়টি মামলায় জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা রয়েছে।

নেতা-কর্মীদের অনেকে আশা করছেন, মহাসচিবসহ কারাবন্দী নেতারা শিগগিরই মুক্তি পাবেন। আবার আন্দোলনের নতুন যাত্রা শুরু হবে।

বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ভোট বর্জনের মধ্যেই ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ‘কম ভোটার উপস্থিতির’ এই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে ১১ জানুয়ারি আবার সরকার গঠন করে। সরকার গঠনের দিন ১১ জানুয়ারিকে ‘কালো দিন’ বলে আখ্যায়িত করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, এক-এগারোর (২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার) কৃষ্ণতম দিনে ডামি ভোটে আরেকটি কৃষ্ণতম মেকি সরকারের যাত্রা শুরু হয়েছে। ডামি ভোটে নির্বাচিত অবৈধ সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন চালিয়ে যাবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের বিরুদ্ধে আবার সভা-সমাবেশসহ গণসংযোগমূলক কর্মসূচি শুরুর চিন্তা করা হচ্ছে। এই মুহূর্তে বিএনপি ভোট বর্জনের জন্য দেশবাসীকে ‘অভিনন্দন’ জানিয়ে সারা দেশে প্রচারপত্র বিতরণ করছে। ভোটের পর দুই দিনের এই কর্মসূচি শেষ হলেও অঘোষিতভাবে প্রচারপত্র বিতরণ চলছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

সুত্রঃ প্রথম আলো