বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার এক সভা গতকাল ১০ জানুয়রি রাত ৭টায় আম্বরখানাস্থ বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ (মার্ক্সবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদ ও সাধারণ সম্পাদক ডাঃ হরিধন দাশ প্রমূখ।
সভায় গত ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বর্জন করার জন্য জনগণের প্রতি অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ভোট বর্জনের গণরায় মেনে সরকারের উচিত অবিলম্বে পদত্যাগ করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা। নেতৃবৃন্দ গণতন্ত্র, ভোট-ভাতের অধিকার রক্ষা ও আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশ নেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
সভায় আগামী ৩মাসের জন্য বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনের জন্য বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর কে মনোনীত করা হয়।