দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
দিরাই প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ এর প্রাক্তন দিরাই উপজেলা প্রতিনিধি রুম্মান আহমদ এর কানাডা গমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে দিরাই প্রেসক্লাব। বৃহস্পতিবার দিরাই পৌরশহরের জালাল সিটি সেন্টারের দ্বিতীয় তলায় দিরাই অনলাইন একাত্তর টিভির কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন এর পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাওসার চৌধুরী। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি সোয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল,অর্থসম্পাদক প্রশান্ত সাগর দাস, নির্বাহী সদস্য আবু হানিফ চৌধুরী, ইমরান হোসাইন, সম্মানিত সদস্য তোফায়েল আহমেদ, শাহজাহান সিরাজ, রুকনুজ্জামান জহুরী, সুমন রহমান। অনুষ্ঠান শেষে বিদায়ীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।