দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন বলেছেন, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। কিন্তু একটি পক্ষ ভোট ছাড়াই নির্বাচিত হয়ে যাবে বলে অপপ্রচার চালাচ্ছে। আপনারা এসব গুজবে কান দিবেন না। আগামী ৭জানুয়ারি ঈগল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে সকল ষড়যন্ত্রের জবাব দেওয়ার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, গত ১০ বছর কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত থাকা সিলেট-৬ আসনের আর কেউ উন্নয়ন বঞ্চিত থাকবেন না।
সোমবার (১ জানুয়ারি) সকাল থেকেই তিনি ভাদেশ্বর ইউনিয়নের মেহেরেপুর, কোনাগ্রাম, খুলিয়া পাত্তন, কাটাখালিপার, গোয়াসপর শেখপুর, হাওরতলা ও মীরগঞ্জ বাজারে গণসংযোগ ও মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
এসব গণসংযোগ ও মতবিনিময় সভায় স্থানীয় আওয়ামী লীগ ও তার ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং যুবসমাজের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।