• [english_date] , [bangla_date] , [hijri_date]

ফের ২ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

Sonaly Sylhet
প্রকাশিত December 30, 2023
ফের ২ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ফের ২ দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল রবিবার ও সোমবার এ কর্মসূচি পালন করবে দলটি।

শনিবার দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের পদত্যাগের একদফার আন্দোলন এখন ত্বরান্বিত হচ্ছে। প্রতিটি মানুষ আমাদের কর্মসূচিতে সমর্থন দিচ্ছে। হাটে-মাঠে, খেতে-খামারে বাজারে-শপিংমলে জনগণকে আমরা লিফলেট দিয়েছি। তারা আমাদের কথা শুনেছেন এবং সমর্থন দিচ্ছেন।

 

রিজভী বলেন, ক্ষমতা হারানোর ভয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে আওয়ামী লীগ ভয় পাচ্ছে। নির্বাচন সামনে রেখে নীলনকশার বাস্তবায়ন করা হচ্ছে। দেশকে নিয়ে গভীর ও ভয়ানক চক্রান্ত চলছে।