তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এ্যাডভোকেট রঞ্জিত সরকারের (নৌকা) প্রতীকের গণমিছল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ বড়দল ইউনিয়নের যুবলীগ সভাপতি আলহাজ্ব মো. সাইফুল ইসলামের নেতৃত্বে কাউকান্দি বাজার সহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গণমিছলটি অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোতাহের হোসেন আখঞ্জি, তাহিরপুর উপজেলা আ.লীগের সাংগঠনিক আলমগীর খোকন, উপজেলা আ. লীগের দপ্তর সম্পাদক শাহীন রেজা, সদর উপজেলা আ. লীগের সভাপতি শাহিনুর তালুকদার, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, দক্ষিণ বড়দল ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম, ক্রিড়া সম্পাদক মো. ফজলুল হক, ওয়ার্ড সভাপতি নুর ইসলাম, ইউপি সদস্য শামছুল আলম, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আইনুদ্দিন বিশ্বাস, শ্রমিকলীগ সভাপতি বাচ্ছু মিয়া। প্রমুখ সহ আ.লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।