দক্ষিণ সুরমার শিববাড়িস্থ সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পরিষদের নেতৃবৃন্দ বলেন, সাংগঠনিক কাজকে কেন্দ্র করে সিলভার ভিলেজ কোম্পানীর ইন্দনে পরিষেদের সাধারণ সম্পাদক সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরীর উপর এই হুমকি গোটা সংগঠনের উপর হুমকি স্বরূপ। এই হুমকি সামাজিক নিরাপত্তা ও শৃংখলাকে বাঁধাগ্রস্থ করেছে। এমন ঘৃন্য কর্মকান্ড কিছুতেই মেনে নেয়া যায় না।
নেতৃবৃন্দ এই ঘটনার সুষ্ট তদন্ত সাপেক্ষে দোষীদের উপযুক্ত শাস্তি দাবী করেন।
বিবৃতিদাতারা হলেন- সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের সভাপতি শাহজাহান খান, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, মহসিন খান, অর্থ সম্পাদক ছয়ফুর রহমান লিটন, প্রচার সম্পাদক মহররম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক সৈয়দ মহসিন আলী, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ ভূইয়া, কার্যকরী সদস্য মজনু ভূইয়া, মোসাহিদ মিয়া, সবুজ আহমদ, বিল্লাল হোসেন, ময়নুল ইসলাম।
বিজ্ঞপ্তি