হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শি নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছরে দেশে অভূতপূর্ব উন্নয়ন করেছে। যা আজ বিশ্বের উন্নয়ন এর রোল মডেল। সরকারের এই উন্নয়ন এর কর্মযজ্ঞে ঈর্ষান্বিত হয়ে বিএনপি ভোটে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে নির্বাচন থেকে সরে দাড়িয়েছে। অযৌক্তিক দাবীদাওয়া নিয়ে নির্বাচন বানচাল করতে হরতাল,অবরোধ, রেললাইন উপড়ে ফেলা, আগুন সন্ত্রাস সহ ভোট বর্জনে লিফলেট বিতরণ সহ নানা কৌশল অবলম্বন করছে। কিন্তু কোনো লাভ হবেনা। ৭ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবেই। জনগণ ভোটের মাধ্যমে সময়োচিত জবাব দেবে। সাংবিধানিক বিধি অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে। দেশে নির্বাচন এর উৎসব চলছে। বর্তমান সরকার এর উন্নয়ন এর অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও উন্নয়ন এর প্রতীক নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর নৌকা প্রতীকের সমর্থনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জনপ্রতিনিধিদের আয়োজনে ২৮ শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা সদরস্থ কামাল সেন্টার এর হলরুমে জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেছেন, সুনামগঞ্জ -৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক এর সংসদ সদস্য পদপ্রার্থী পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাদাত মান্নান অভি, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলর শফিকুল হক, মহিলা কাউন্সিলর বাহারজান বিবি, মীরপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুল, আশারকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ছদরুল ইসলাম ও জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলর ও উপজেলার ৮ টি ইউনিয়ন এর চেয়ারম্যান- মেম্বার সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।