দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পৃথক পৃথক নির্বাচনী প্রচারণার মধ্যদিয়ে দলীয় নেতা কর্মীদের সাথে মত বিনিময় করলেন সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য পদ প্রার্থী এডভোকেট নাজমুল হুদা হিমেল।
মঙ্গলবার (২৬ডিসেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নের আমবাড়ি বাজার কাটাখালী বাজার ও শ্যামল বাজারে লিফলেট বিতরণ করার পর এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জাতীয় পাটির মনোনীত প্রার্থী এডভোকেট নাজমুল হুদা হিমেল বলেন, ১৯৯১ সালে আমার বাবা মরহুম এডভোকেট আব্দুল মজিদকে ছাতক দোয়ারাবাজার থেকে আপনারা নির্বাচিত করেছেন। আমিও আমার বাবার মতো আপনাদের ভালো বাসা চাই আশা করি আপনারা আমাকে ভালো বাসা থেকে বঞ্চিত করবেন না, আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে আমার বাবার অসমাপ্ত কাজ গুলো সম্পুর্ন করার জন্য আপনাদের সহযোগিতা চাই। এসয় উপস্হিত ছিলেন সুনামগঞ্জ জেলার জাতীয় পার্টির প্রচার সম্পাদক গোলাম হোসেন অভি , জেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, যুবনেতা আব্দুল্লাহ মিয়া সুয়েল মিয়া মিজানুর রহমান আকবর আলী হায়দার, ফিরুজ, সফিকুল ইসলাম উপজেলা জাতীয় পার্টির স্হানীয় নেতৃবৃন্দ ।