• [english_date] , [bangla_date] , [hijri_date]

বঙ্গবন্ধুর নৌকা জনগণের আস্থার প্রতীক: ডক্টর নাসরিন আহমদ

Sonaly Sylhet
প্রকাশিত December 25, 2023
বঙ্গবন্ধুর নৌকা জনগণের আস্থার প্রতীক: ডক্টর নাসরিন আহমদ

সোনালী সিলেট ডেস্ক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির সহধর্মিণী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ডক্টর নাসরিন আহমদ বলেছেন, ‘বঙ্গবন্ধুর নৌকা জনগণের আস্থার প্রতীক। নৌকায় মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।’

 

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় ডৌবাড়ী ঘোড়াইল কলেজ মাঠে আয়োজিত মহিলা সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

 

ডক্টর নাসরিন বলেন, ‘এখন আর স্কুলের শিক্ষার্থীদের বই কিনতে হয় না। বছরের শুরুতে বিনামূল্যে তাদের কাছে বই পৌঁছে দেয়া হয়। নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন বলেই বাংলাদেশের মানুষ আজ বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, গর্ভবর্তী ভাতা পায়। শেখ হাসিনা দেশ পরিচালনা করেছেন বলেই বাংলাদেশের সব সেক্টরে উন্নয়ন অগ্রগতি সাধিত হয়েছে।’

 

দেশের দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ৭ জানুয়ারি ইমরান আহমদকে নৌকা মার্কায় বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে ডক্টর নাসরিন আরও বলেন, ‘গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ডৌবাড়ী ঘোড়াইল কলেজ মাঠে এবং লেঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ইমরান আহমদের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান মালায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর নাসরিন আহমদ এসব কথা বলেন।’

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন।

 

ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিনের পরিচালনায় সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় ডৌবাড়ী ঘোড়াইল কলেজ মাঠে আয়োজিত মহিলা সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, উপজেলা তাতীলীগের সভাপতি দীপক চক্রবর্তী নান্টু, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, স্বাগত বক্তব্য রাখেন ডৌবাড়ী ঘোড়াইল কলেজের শিক্ষার্থী অরন্না রানী দাস, ডৌবাড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সালেক আহমদ, ডৌবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকারিয়া, সাধারন সম্পাদক আবু তায়েফ, যুবলীগ নেতা ইমরান আহমদ, ছাত্রনেতা দেলোয়ার হোসেন, মামুন প্রমুখ।