সোনালী সিলেট ডেস্কঃ
একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি সিলেট জেলা শাখার জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নগরীর মাছিমপুরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি সিলেট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম এর পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, অধ্যক্ষ পান কান্ত দাস, অধ্যাপক জান্নাত আরা খান পান্না, যুগ্ম সম্পাদক মনোজ কপালী মিন্টু, মনোরঞ্জন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন শিরুল, কোষাধ্যক্ষ তারা মিয়া, মো. আখলাক হোসেন, মো. আমিরুল ইসলমা চৌধুরী এহিয়া, সুজিত চৌধুরী, মৃনাল কান্তি দে, আব্দুল আজিজ ফারুক, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, রজনী কান্ত দাস, রাকেশ সরকার, ক্ষীরদ মোহন দাস, অমলেন্দু দাস, প্রতি কুসুম চৌধুরী, মোকতাসিম ফুয়াদ সিয়াম, সুজিত চৌধুরী, বিমল চন্দ্র দে, মো. এজাজ আহমদ প্রমুখ।
সভায় বিভিন্ন উপজেলা কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয় এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকললে মুক্তিযুদ্ধের চেতনাবাহী সংগঠন আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য আহবান জানানো হয়। এছাড়াও মুক্তিযোদ্ধের চেতনা ও ৭২ এর সংবিধান পূর্ণবহালের জন্য সরকারের প্রতি আহবান জানান এবং বিভিন্ন জায়গায় নৈরাজ্যকারী সৃষ্টি বিএনপি-জামায়াত-শিবির করে যাচ্ছেন তার জন্য তীব্র নিন্দা জানানো হয়। বিভিন্ন উপজেলা কমিটির গঠন করার জন্য দায়িত্বশীলদের ব্যবস্থ গ্রহণ করার জন্য আহবান জানানো হয়।