• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জের তাহিরপুরে গলা কাটা অবস্থায় এক যুবককে উদ্ধার

Sonaly Sylhet
প্রকাশিত December 20, 2023
সুনামগঞ্জের তাহিরপুরে গলা কাটা অবস্থায় এক যুবককে উদ্ধার

সোনালী সিলেট ডেস্ক ঃ 

সুনামগঞ্জের তাহিরপুরে গলা কাটা অবস্থায় এক যুবককে মমুর্ষ অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ। গুরুতর আহত যুবকের নাম উমর ফারুক (২১)। সে পাশ্ববর্তী মধ্যনগর উপজেলার মধ্যনগর গ্রামের আব্দুল সালামের ছেলে।
বুধবার দুপুরে উপজেলার টেকাটুকিয়া কলেজের সামনের নির্জন হাওরে কোনো সময়ে এই ঘটনাটি ঘটেছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, স্হানীয়দের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে গলা কাটা অবস্থায় এক যুবককে  উদ্ধার করেছে পুলিশ। পরে এলাকাবাসী এবং পুলিশের সহযোগিতায় তাকে মমুর্ষ অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলায় কাটা দাগ রয়েছে, সে কথা বলতে পারছে না।

 

তিনি আরো বলেন, শুনেছি আহত যুবক ছাতকের তার এক বন্ধুর সঙ্গে এ এলাকায় ঘুরতে এসেছিল। তার বন্ধুর তাৎক্ষণিক নাম জানা সম্ভব হয়নি। পুলিশ তার বন্ধুকে খুজছে এবং বিষয়টি খতিয়ে দেখছে।

সুত্র ঃ সিলেট ভিউ / জে