সোনালী সিলেট ডেস্ক ঃ
সিলেটে প্রধানমন্ত্রীর জনসভায় দুই লাখ পানির বোতল সরবরাহ করেছেন সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আধালিটার পরিমাণের এসব পানির বোতল জনসভাস্থল ও আশপাশের সড়কে সারিবদ্ধভাবে রাখা হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে জনসভাস্থল সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ ঘুরে এ চিত্র দেখা গেছে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেটে আওয়ামী লীগের প্রথম নির্বাচনী জনসভায় লাখ লাখ মানুষের সমাগম হবে। লোকে লোকারণ্য হয়ে যাবে আলিয়া মাদরাসা মাঠ। কোনো মানুষ যাতে পানির কষ্ট না পায় সেজন্য দুই লাখ বোতল পানি জনসভাস্থল ও আশপাশ এলাকায় সারিবদ্ধভাবে রাখা হয়েছে।
তিনি বলেন, অনেক দুর-দূরান্ত থেকে মানুষ সিলেট আসবে। অনেকে দোকানপাঠ খুঁজে পাবে না। তাই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পুণ্যভূমি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে বুধবার। প্রথম জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ২টায় নগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগের প্রথম নির্বাচনী জনসভায় ভাষণ দেন তিনি।
সুত্রঃ জাগো নিউজ / জে