সোনালী ডেস্ক🖊
সিলেটের গোলাপগঞ্জে চাহিদামত টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকে তালা ঝুলিয়ে দিয়ে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। সেই সাথে গ্রাহকরা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে।
সোমবার সকাল ১১টার দিকে পৌর শহরের ন্যাশনাল ব্যাংক গোলাপগঞ্জ শাখায় এ ঘটনা ঘটে।
প্রায় ঘণ্টাব্যাপী ব্যস্ততম সিলেট-জকিগঞ্জ সড়ক আটকে রাখার কারণে সড়কের দুদিকে শত শত গাড়িতে আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে গ্রাহকদের বুঝিয়ে অবরোধ তুলেন। এবং অবরুদ্ধ কর্মকর্তাদের তালা ভেঙে উদ্ধার করেন।
গ্রাহকরা জানান, প্রায় দুই মাস থেকে ন্যাশনাল ব্যাংক গোলাপগঞ্জ শাখা চাহিদামত টাকা দিচ্ছে না। অনেকে টাকা তুলতে গেলে টাকার সংকট বলে ব্যাংক থেকে বলা হচ্ছে। গত কয়েক দিন থেকে গ্রাহকদের তারা ৫ হাজার টাকা করে দিয়ে আসছিল। সপ্তাহ খানেক থেকে গ্রাহকদের ৩ হাজার করে দিচ্ছে। সোমবার সকালে গ্রাহকরা আসলে ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকে টাকা এখনো আসেনি। টাকা আসতে দেরি হবে। এসব শুনে বিক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকে তালা ঝুলিয়ে দেন। সেই সাথে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন।
ন্যাশনাল ব্যাংক গোলাপগঞ্জ শাখার ম্যানেজার মো. মুজাম্মেল হক বলেন, দেশে কয়েকটি ব্যাংকে তারল্য সংকট রয়েছে। ন্যাশনাল ব্যাংকেও সংকট রয়েছে। এজন্য গ্রাহকদের চাহিদামত টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। ঊর্ধতন কর্তৃপক্ষ আমাদের টাকা না দিলে আমরা কোথা থেকে দেবো। এছাড়াও ব্যাংক টাকা দিচ্ছে না শুনে সকল গ্রাহকরা ব্যাংকে রাখা তাদের টাকা তুলতে হুমড়ি খেয়ে পড়ছেন। এতে করে আমরা গ্রাহকদের টাকা দিতে হিমশিম খাচ্ছি।