অনলাইন ডেস্ক🖊
সিলেটে বিস্ফোরক মামলায় ৫৪ নাম্বার আসামী লোকমান হোসেন (৪০)-কে আটক করেছে কোতোয়ালি থানাপুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর ) বিকাল চারটায় দিকে নগরীর তালতলাস্থ তেলিহাওর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে কোতোয়ালি থানাপুলিশ।
জানা যায়, আটককৃত লোকমান হোসেন (৪০), গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ইদ্রিস আলির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৮ অক্টোবরের ২০/৪৫৯ নম্বর মামলার এজাহারভূক্ত ৫৫ জন আসামির মধ্যে ৫৪ নাম্বার আসামি লোকমান হোসেনকে আটক করা হয়েছে। এজাহারভূক্ত অন্য আসামিরা পলাতক রয়েছেন। আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানাপুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোহাম্মদ আকবর হোসেন
(পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর তালতলার পার্কভিউ হাসপাতালের কেন্টিন থেকে এজাহারভূক্ত ৫৪ নাম্বার আসামি লোকমান হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।