সোনালী ডেস্ক🖊
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলাম গত ৫ আগস্ট থেকে পলাতক। সূত্র বলছে, সিলেট সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে পলাতক রয়েছেন তিনি। সরকার পতনের প্রায় পৌনে দুই মাস পর ফেসবুকে সরব হয়েছেন নাজমুল।
ফের প্রায় আড়াই মাস পর আবারও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নাজমুল।
বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক একাউন্টে ফের এক স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘তাদের বাপ-দাদার বয়সের চেয়ে বেশি বয়স বাংলাদেশ ছাত্রলীগের। এই দেশ এই মাতৃভাষা এই স্বাধীনতা সর্বোপরি এই বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের প্রতিটি ইঞ্চি মাটিতে জড়িয়ে আছে বাংলাদেশ ছাত্রলীগ। সেই বাংলাদেশ ছাত্রলীগকে নাকি নিষিদ্ধ করেছে কিছু নাবালক।’