• [english_date] , [bangla_date] , [hijri_date]

এম এ মালিক ২৩শে অক্টোবর আলোকিত সিলেট পত্রিকার এক সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

Sonaly Sylhet
প্রকাশিত October 24, 2024
এম এ মালিক ২৩শে অক্টোবর আলোকিত সিলেট পত্রিকার এক সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

স্টাফ রিপোর্টার🖊

গত ২৩শে অক্টোবর আলোকিত সিলেট পত্রিকায় এক সংবাদ প্রকাশিত হয় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এর আশপাশে এরা কারা। উক্ত সংবাদের এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন,যে খবর প্রকাশিত হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত।এই সব নিউজ প্রচারের আগে উনার সাথে যোগাযোগ করা উচিত ছিলো বলে মনে করেন ।

তিনি আরো বলেন এ ধরণের সংবাদ প্রচার করার আগে একটু ভাবা উচিত যে সংবাদ প্রচার করছি সেটা প্রচার কি একান্ত কাম্য, বস্তুনিষ্ঠ সংবাদই একজন সাংবাদিককে সমাজের কাছে গ্রহণয্যেগ্য করে তুলতে পারে। একজন সংবাদ কর্মীর দায়িত্ব তাৎক্ষনিক ঘটনা স্থলে পৌঁছে সঠিক তদন্ত সাপেক্ষে, খবর সংগ্রহ করে সঠিক সংবাদ প্রচার করাই হলো একজন সংবাদ কর্মীর পেশাগত দায়িত্ব” ।

এম এ মালিক এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। এ বিষয়ে উনার সাথে কথা বললে উনি বলেন আমি দীর্ঘ প্রায় ২০ বছর পরে দেশে আসছি আমার নিজের আত্মীয়স্বজন কে চিনতে পারছি না সে জায়গায় এসব দুস্কৃতিকারীদের কিভাবে চিনবো?
প্রেস কনফারেন্সে পিছনে কে বা কারা ছিল তা আমি খেয়াল করিনি?
উনার দেশে আসাকে কেন্দ্র করে এরই মধ্যে একাধিক কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে উনাকে বিতর্কিত করার ষড়যন্ত্রের জাল বুনছে, সেই সকল দুস্কৃতিকারীদের সতর্ক বার্তা দিয়ে তিনি বলেন এমন কোনো ভুল করবেন না যেখানে নিজেদের ধ্বংস অনিবার্য, কারণ আপনারা যদি মনে করে থাকেন প্রপাগাণ্ডা ছড়িয়ে অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতাদর্শের বাইরের কোনো বিতর্কিত ব্যাক্তি একই ফ্রেমে ক্যামেরা বন্দী হয়ে আমাকে বিতর্কিত করবেন ।

তাহলে আপনারা বোকার রাজ্যে বসবাস করছেন,
কারণ আমার রাজনৈতিক অবস্থান এতো ঠুনকো নয় যে আপনাদের এররকম শিশুসুলভ আচরণের কারণে জাতীয়তাবাদী দলের এক নগন্য কর্মী হিসেবে আমার কিছু হবে , তবে এমন কর্ম কান্ডের কারণে আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে দলীয় ও রাষ্ট্রীয় আইনের মাধ্যমে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে,তাই কারো জন্য না হলেও নিজেদেরকে বদলে ফেলুন অন্তত নিজেদের মঙ্গলের জন্য।
এসব অসাধু চক্র থেকে সাবধান আর সতর্ক থাকার জন্যে সকল কে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান জনাব এম এ মালিক ।

শুভ বুদ্ধির উদয় হোক জাগ্রত হোক বিবেক।