• [english_date] , [bangla_date] , [hijri_date]

রাজনীতিকে ‘গুড-বাই’ বললেন এমএম শাহীন

Sonaly Sylhet
প্রকাশিত January 27, 2024
রাজনীতিকে ‘গুড-বাই’ বললেন এমএম শাহীন

‘এখন থেকে আর দেশের কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই’ বলে জানিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়ার) আসনের সাবেক সংসদ সদস্য এমএম শাহীন।

 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে কুলাউড়ায় নিজ বাসভবনে আয়োজিত এক ধন্যবাদ সভায় এমএম শাহীন এ ঘোষণা দেন।

এমএম শাহীন জানান, দেশের নোংরা রাজনীতি, সন্ত্রাসী-লুটেরা রাজনীতিবিদ আর প্রিসাইডিং অফিসার নামধারী কিছু আদর্শচ্যুত শিক্ষকসমাজের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করে দলীয় রাজনীতি থেকে নিজেকে প্রত্যাহার করছেন। তবে যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে সম্পূর্ণ দলনিরপেক্ষ অবস্থান থেকে দেশ ও মানুষের, বিশেষ করে কুলাউড়াবাসীর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।

দ্বাদশ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সময় কুলাউড়া পৌরসভা ও ১৩ ইউনিয়ন থেকে যেসব নেতাকর্মী-সমর্থক তাকে সর্বাত্মক সহযোগিতা ও নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেন, তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর জন্য এই সভার আয়োজন করা হয়।

 

সভায় এমএম শাহীন বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিলাসবহুল জীবন পরিত্যাগ করে দীর্ঘ ৩০ বছর ধরে দেশের রাজনীতিতে সক্রিয় ছিলাম। আমি যখন ঠিকানা পত্রিকার সম্পাদকের মতো বিরাট সম্মানীয় পদ ছেড়ে দেশে রাজনীতি অভিমুখী হই, তখন অনেকে বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, দেশের এমপি-মন্ত্রী হওয়ার চেয়ে ঠিকানার মতো বিশাল মিডিয়ার সম্পাদকের মর্যাদা অনেক বেশি। তাই আমার উচিত দেশের রাজনীতিতে পা না দেওয়া। কিন্তু আমি স্বদেশবাসী ও প্রবাসীদের বৃহৎ পরিসরে সেবা দেওয়ার মহান উদ্দেশ্য নিয়ে দেশের রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করি। আর সেটা করতে গিয়ে দীর্ঘ ৩০টা বছর নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেই।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতি দিন দিন খুনী, সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটেরা আর দেশদ্রোহীদের আয়ত্তে চলে যাচ্ছে। বিস্ময়কর হলো, দেশের প্রায় অনেক দল ও গোষ্ঠী এই অপরাজনীতিবিদদের আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা করছে। তাদের অর্থবিত্ত ও অশুভ শক্তির দাপটে দেশপ্রেমিক ও সৎ রাজনীতিবিদেরা আজ অসহায়। নীরবে-নিভৃতে তারা রাজনীতির মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। অদূর ভবিষ্যতে এটা দেশ ও শান্তিপ্রিয় মানুষের জন্য বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।’

শিক্ষকদের কঠোর সমালোচনা করে সাবেক এমপি এম এম শাহীন বলেন, ‘শিক্ষকেরা সমাজের দর্পণ, ভবিষ্যৎ প্রজন্মের দিশারি। কিন্তু একশ্রেণির শিক্ষক তাদের আদর্শকে জলাঞ্জলি দিয়ে শিক্ষকতার মতো মহান পেশাকে কলুষিত করছেন।’ তিনি বলেন, ‘আমাদের সময়ে শিক্ষকেরা ছিলেন সর্বজনশ্রদ্ধেয়। এখনো সেই শিক্ষকদের কাউকে কাছে পেলে শ্রদ্ধায় আমরা মাথা নত করি। তাদের দোয়া-আশীর্বাদ নিই। কিন্তু বর্তমান সময়ের অনেক শিক্ষক টাকার কাছে বিক্রি হয়ে সেই শ্রদ্ধার জায়গাটুকু হারিয়ে ফেলেছেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়ার বিভিন্ন ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা অনেক শিক্ষক যেভাবে নির্দিষ্ট কোনো প্রার্থীকে জয়ী করতে ভূমিকা রেখেছেন, সেটা অত্যন্ত ন্যক্কারজনক ও গর্হিত অপরাধ।

এই ন্যায়নীতিহীন ও আদর্শ বিবর্জিত শিক্ষকদের কাছ থেকে দেশের কোমলমতি ছাত্রছাত্রীরা কী শিখবে, সেই প্রশ্নও তুলেছেন এম এম শাহীন।

 

তিনি বলেন, ‘এসব কারণে এই বস্তাপচা রাজনীতির সঙ্গে আজ থেকে আমার আর কোনো সংশ্লিষ্টতা নেই। ভবিষ্যতে ঠিকানার হাল ধরার পাশাপাশি স্বদেশ-প্রবাসের যেকোনো দুর্যোগময় মুহূর্তে সম্পূর্ণ দলনিরপেক্ষ একজন ব্যক্তি হিসেবে পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করব।’

 

এসময় দীর্ঘ ৩০ বছর ধরে যেসব নেতাকর্মীসহ নানা শ্রেণী-পেশার সমর্থক তার পাশে থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সাবেক এই এমপি। পাশাপাশি তাদের পরিবার-পরিজনসহ কুলাউড়ার সর্বশ্রেণির মানুষকে ধন্যবাদ জানান তিনি।

 

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিংস পার্টি খ্যাত তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন নিয়ে মৌলভীবাজার-২ আসনে নির্বাচন করেন এমএম শাহীন। তবে নির্বাচনের দিন দুপুরেই ভোটে অনিয়মের অভিযোগ তুলে সরে দাঁড়ান তিনি।