জৈন্তাপুর থেকে ৪দিন ধরে কিশোর নিখোঁজ, সন্ধান কামনা

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০

জৈন্তাপুর থেকে ৪দিন ধরে কিশোর নিখোঁজ, সন্ধান কামনা

জৈন্তাপুর সংবাদদাতা
সিলেটের জৈন্তাপুর থানা সদরের গৌরী আবাসন প্রকল্প থেকে গত চারদিন ধরে গোলাম কিবরিয়া(১৩) নামের এক কিশোর নিখোঁজ রয়েছে। সে ওই গ্রামের মো. তৈয়বুর রহমান ও আছমা বেগমের ছেলে।

 

পরিবার জানায়, কিবরিয়া গত ৭ ফেব্রæয়ারি রবিবার বিকেল ৩টায় শার্ট-প্যান্ট কিনতে দরবস্ত বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। তার সাথে থাকা মোবাইল নাম্বারও (০১৮৬০-৭৫০৭৪৭ ও ০১৭৩২-৬৬৫৬৮৩) বন্ধ রয়েছে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এবিষয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন কিবরিয়ার মা আছমা বেগম ।

 

কিবরিয়ার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখ মন্ডল গোলাকার, উচ্চতা অনুমান ৪ ফুট, পরনে জ্যাকেট ও কালো ট্রাউজার, সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।

 

কিবরিয়ার কোনো সন্ধান পেলে ০১৭৬৪-৫৫৯০৬৬১ (মা- আছমা বেগম), ০১৭৩০-০৫৬৯৫৪৭ (আল-আমিন) অথবা ০১৭১৩-৩৭৪৩৭৭ (অফিসার ইনচার্জ, জৈন্তাপুর মডেল থানা) নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন কিবরিয়ার মা আছমা বেগম।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ শিরোনাম