সিলেট ১৭ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
কমলগঞ্জ সংবাদদাতা
মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ি থেকে তুলে নিয়ে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সালাম মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে জনতা। শনিবার (৮ ফেব্রæয়ারি) বিকেলে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে কমলগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ রোববার (৯ ফেব্রæয়ারি) দুপুরে অভিযুক্ত সালামকে আদালতে প্রেরণ করে।
আটক সালাম উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের মৃত রইছ মিয় ছেলে।
‘ধর্ষণের শিকার’ কিশোরী বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কিশোরীর মা ছফিনা বেগম বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
ছফিনা বেগম জানান, গত শুক্রবার (৭ ফেব্রæয়ারি) তার ছোট মেয়ে ও ছেলেকে বাড়িতে রেখে তিনি বড় মেয়ের স্বামীর বাড়িতে যান। পরদিন শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে তার কিশোরী মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে সালাম তার মুখ চেপে ধরে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তোলে। পরে উত্তরভাগ গ্রামের প্রবাসী কফিল মিয়ার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে সালাম ওই কিশোরীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।
তিনি আরও জানান, শনিবার সকালে তিনি বাড়িতে এসে মেয়েকে না পেয়ে আত্মীয়-স্বজনকে অবগত করে খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে ওইদিন বিকেল ৪টায় উত্তরভাগ গ্রামের প্রবাসী কফিল মিয়ার ভাড়া বাসার দরজার তালা ভেঙে তার মেয়েকে হাত ও মুখ কাপড় দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করেন। তখন ওই ঘরে থাকা সালাম পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে থানায় সোপর্দ করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ধর্ষণের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। আটক সালামকে রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।’
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি