সিলেট ২০শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৭ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি পুলিশী বাঁধায় পণ্ড হয়ে গেছে। রোববার (৯ ফেব্রæয়ারি) দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে কারাবন্দি বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে বের হয়ে শহরের ট্রাফিক পয়েন্টের দিকে অগ্রসর হলে কামার খাল এলাকায় পুলিশি বাঁধারমুখে পড়ে পণ্ড হয়ে যায়। এসময় মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন।
পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল নেতা কর্মীরা। জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ ফরহাদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রহমান সৌরভ, মুমিত ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবীব, জেলা ছাত্র দল নেতা আনোয়ার আলম, কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদল নেতা মইনুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করে রাখা হয়েছে। সরকার বিএনপি নেত্রীকে ভয় পায়। তাকে মুক্তি দিলে সরকারের পতন অনিবার্য সেটা ভয়ে তাকে মুক্তি দিচ্ছে না। তিনি জামিনে মুক্তি পাওয়ার কথা থাকলে স্বৈরাচারী অবৈধ সরকার দেশ নেত্রীকে আটকে রেখেছে। অবিলম্বে তাকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের দিকে যাবে দেশের মানুষ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি