মঞ্চ মাতালো ‘ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’, বুধবার ‘পেজগি’

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

মঞ্চ মাতালো ‘ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’, বুধবার ‘পেজগি’

সোনালী বিনোদন ডেস্ক
সমুদ্র যাত্রায় এক বৃদ্ধের মাছ শিকারের কাহিনীতে দর্শক মাতালো থিয়েটার সিলেটের নাটক ‘ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’। অসাধারণ মঞ্চায়ন, প্রাণবন্ত অভিনয় অডিটোরিয়ামের হলভর্তি দর্শককে মুগ্ধতায় ভাসিয়েছে। দারুণ গল্প আর শিল্পীদের অসাধারণ অভিনয়ে আচ্ছন্ন হয়ে প্রতিটা দৃশ্যেই দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়েছেন, জানিয়েছেন বাহবা।

 

এবারে আসা যাক নাটকটির গল্পে, আর্নেস্ট হেমিংওয়ের নোবেল বিজয়ী এক কালজয়ী উপন্যাস ‘ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’। এই উপন্যাসের কাহিনী নিয়েই নাটকটি তৈরি। এই উপন্যাসের নামানুসারে এই নাটকটিতে বুড়ো সান্তিয়াগো চুরাশি দিন ধরে মাছ ধরতে সমুদ্রে যাচ্ছে কিন্তু খালি হাতে ফিরে আসছে। এ নিয়ে সবাই হাসাহাসি করে কিন্তু বুড়ো জীবন ও বয়সের কাছে হার মানতে চায়না। আবার সাগরে যায় আর বিশাল এক মার্লিন মাছের সাথে শুরু হয় তার লড়াই। এ লড়াই যতনা মাছটাকে ধরার তার চেয়ে বেশি মানুষ হিসাবে হার না মানার। শেষ পর্যন্ত মাছটাকে ধরতে সমর্থ হলেও হাংগরদের থেকে মাছটাকে বাচাতে শুরু হয় বুড়োর আরেক যুদ্ধ। কিন্তু শেষ রক্ষা হয়না। এই নাটকের বুড়ো সান্তিয়াগো যেনো প্রতিটি মানুষের প্রতিচ্ছবি যারা প্রতিদিনই একটি ভালো দিনের আশা করে, সংগ্রাম করে, ব্যর্থ হয় আবার আশা করে একটি সুন্দর সময়ের আবার ব্যর্থ হয় কিন্তু সংগ্রাম থেমে থাকেনা।

 

নাটকটি অনুবাদ, নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন কামরুল হক জুয়েল, মঞ্চে সান্তিয়াগো কামরুল হক জুয়েল, কোরিওগ্রাফিতে বাহাউদ্দিন নাসিম, মিনহাজ মিজু, অনুপম দাস, হাসান ইমতিয়াজ, অনিক মালাকার, মিস্টি মনি, মাহফুজ, ইয়ামিন ও পৃথা।

 

নাটক শেষে ফুল ও স্মারক তুলে দেন বিশিষ্ট লেখক নৃপেন্দ্র লাল দাশ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

 

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত মহান একুশের আলোকে ১৭ দিনব্যাপী নাট্য প্রদর্শনীর চতুর্থ দিন ছিল মঙ্গলবার। এদিন সন্ধ্যা ৭টায় রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে প্রদর্শিত নাটকটি দেখার জন্য নাট্যমোদী দর্শকের সমাগম ঘটতে থাকে সন্ধ্যা ৬টা থেকে। এরপর দর্শকরা প্রবেশপত্র কেটে অডিটোরিয়ামে প্রবেশ করেন। পরে ১ ঘণ্টা ১৭ মিনিট ব্যাপ্তির নাটকটি অডিটোরিয়ামের হলভর্তি উপস্থিতিকে দিয়েছে ট্র্যাজেডি-মেলোড্রামা মিশ্রিত আনন্দ-বেদনার খাটি নির্যাস।

 

‘একুশে মিছিল একুশে হাটা, একুশ মানেনা পথের কাটা’ স্লোগানে একুশের আলোকে ১৭ দিনব্যাপী নাট্যোৎসব চলছে। এই নাট্য প্রদর্শনীতে অংশ নিচ্ছে ১৬টি নাট্য দল। আগামীকাল বুধবার নাট্যোৎসবের পঞ্চম দিন দিগন্ত থিয়েটার, সিলেট মঞ্চায়ন করবে ‘পেজগি’ নাটক।

 

আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে নাটক মঞ্চায়িত হবে। নাটকের প্রবেশপত্র হল কাউন্টারে বিকেল ৫টা থেকে পাওয়া যাবে। ১৭দিনব্যাপী নাট্য প্রদর্শনীতে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সিলেট সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ, সিলেট।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম