সিলেট-৫: সাংসদ সেলিম উদ্দিনের মনোনয়নপত্র বাতিল

প্রকাশিত: ৮:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বর্তমান সাংসদ জাতীয় পার্টির সেলিম উদ্দিনসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে ৭ জনের মনোনয়নপত্র চূড়ান্ত করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রোববার (২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল হক তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, হলফনামায় সাক্ষর না থাকায় বাতিল করা হয়েছে জাতীয় পার্টির সাংসদ সেলিম উদ্দিনের মনোনয়নপত্র।

সাংসদ সেলিম উদ্দিন (জাপা) ছাড়াও যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন এম এ মতিন (ইসলামী ঐক্যজোট), আহমদ আল ওয়ালী (স্বতন্ত্র), মো. শহীদ আহমদ চৌধুরী (মুসলিম লীগ), ফয়জুল মুনির চৌধুরী (স্বতন্ত্র)।

সিলেট-৫ আসনে যাদের মনোনয়ন চূড়ান্ত হয়েছে তারা হলেন হাফিজ আহমদ মজুমদার (আওয়ামী লীগ), মাওলানা উবায়েদুল্লাহ ফারুক (জমিয়তে উলামায়ে ইসলাম), মামুনুর রশিদ মামুন ও শরিফ আহমদ লস্কর (বিএনপি), মাওলানা ফরিদ উদ্দিন (জামায়াত), মাওলানা নুরুল আমিন (ইসলামী আন্দোলন), অ্যাডভোকেট বাহার উদ্দিন আল রাজি (গণফোরাম)।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম