সিলেট ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০
ফাইল ছবি
কোম্পানীগঞ্জ সংবাদদাতা
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে রুবেল মিয়া (২৪) নামের এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ শ্রমিক আহত হয়েছেন।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার কালাইরাগ এলাকার একটি পাথর কোয়ারিতে গর্ত ধসে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত রুবেল মিয়া নেত্রকোনা জেলার কালিয়াপুরি থানার কৃষ্ণপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। তবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানিগঞ্জ উওপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের কালাইরাগ পাথর কোয়ারির রোববার সকালে গর্ত ধসে এ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত অবস্থায় আরও দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, একজনের লাশ উদ্ধার করা হয়েছে একই সাথে দুইজনজনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরো কেউ মাটিচাপা পড়েছেন কি না তা জানার জন্য মাটি খুঁড়ে দেখা হচ্ছে। সিলেট ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজে সহযোগিতা করতে সিলেট থেকে রওনা দিয়েছেন বলেও জানান তিনি।
এদিকে শ্রমিকদের দাবি, গর্তে মাটিচাপা পড়ে আরো অন্তত ৫ থেকে ৭ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেছেন, তাদের কাছে এরকম কোন তথ্য নেই। তবুও আর কেউ মাটিচাপা পড়েছেন কি না তা খুঁজতে মাটি খোঁড়ার কাজ চলছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি