পাবনায় ট্রাক উল্টে তিনজনের মৃত্যু

প্রকাশিত: ৬:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৮

সোনালী সিলেট ডেস্ক রিপোর্ট ::: পাবনার নূরপুর এলাকায় কাঠবোঝাই একটি ট্রাক উল্টে পথচারী তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নূরপুর এলাকায় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশনস) জালাল উদ্দিন বলেন, যশোর থেকে কাঠবোঝাই ট্রাকটি পাবনা শহরের সিঙ্গা এলাকায় যাচ্ছিল। নূরপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে যায়। এ সময় কাঠবোঝাই ট্রাকটির নিচে পরে তিন পথচারী ঘটনাস্থলেই মারা যান।

নিহতরা হলেন, চাটমোহর উপজেলার বালুদিয়া গ্রামের শাহিন আলম (৫০), একই এলাকার আটলংকা নতুপাড়া গ্রামের আহাম্মদ আলী (৪০) এবং কচুগাড়ি গ্রামের রবিউল ইসলাম (৫০)।

জালাল উদ্দিন আরও বলেন, নিহতরা সবাই কৃষি শ্রমিক। সড়কের পাশ দিয়ে জমিতে যাওয়ার সময় তারা দুর্ঘটনার শিকার হন। তাদের সঙ্গে থাকা আরেক শ্রমিককে আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ জব্দ করে থানায় নিয়ে গেছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ শিরোনাম