সিলেট ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০
সোনালী সিলেট ডেস্ক
সিলেট থেকে নিখোঁজের ৭৯ দিন পর নগরের স্কুল ছাত্র অঞ্জনাভ শ্যাম পিয়াল (১৫)-কে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার নরসিংদী জেলার মনোহরদী থানা পুলিশ একটি ইলেকট্রনিক্সের দোকান থেকে তাকে উদ্ধার করে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঢাকার পুলিশ হেডকোয়ার্টার থেকে দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা পিয়ালকে উদ্ধার করি। সে গত দুই মাস ধরে এখানকার একটি ইলেকট্রনিক্সের দোকানে কাজ করতো। ওই দোকান থেকেই তাদের উদ্ধার করা হয়। পিয়াল রাগ করে বাসা থেকে বের হয়ে এসেছিলো বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। ওসি বলেন, পিয়ালের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পিয়ালকে তার অভিভাকদের হাতে তুলে দেওয়া হবে।
পিয়াল সিলেটের নাট্যকর্মী ও আইনজীবী অরূপ শ্যাম বাপ্পীর পুত্র ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গত ৬ নভেম্বর সিলেট নগরের চালিবন্দর এলাকার বাসা থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি।
ইতোমধ্যে পিয়ালের বাবা অরূপ শ্যাম বাপ্পী নরসিংদীর উদ্দেশে রওয়ানা হয়েছেন। তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বাপ্পীর বন্ধু ও নাট্যকর্মী নীলাঞ্জন দাশ টুকু জানান, নরসিংদী থেকে পুলিশের পিয়ালের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে। তাকে নিয়ে আসতে বাপ্পী সেখানে যাচ্ছেন। এখন তিনি গাড়িতে আছেন।
পিয়ালের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, এসএসসি প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল খারাপ হওয়া নিয়ে প্রায় ২ মাস আগে পিয়ালের বাবা-মা তাকে শাসন করেন। এরপর সে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে। নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণার আগের দিন ৬ নভেম্বর রাত সাড়ে ১০টার পর থেকে তাকে খুঁজে পায়নি তার পরিবার। পাড়া, প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় ৭ নভেম্বর থানায় সাধারণ ডায়েরি করেন পিয়ালের বাবা অ্যাডভোকেট অরূপ শ্যাম বাপ্পী। সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৫০৮, ০৭/১১/১৯)।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুনপ্রধান সম্পাদক : মোঃ উস্তার আলী,
সম্পাদক ও প্রকাশক : মোঃ তাজুল ইসলাম,
বার্তা সম্পাদক : আব্দুল খালিক।
সম্পাদক কর্তৃক বার্তা অফসেট প্রেস, লিয়াকত ভবন, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ৩/১৭, সুরমা মার্কেট (২য় তলা), সিলেট থেকে প্রকাশিত।
মোবাইল : ০১৭১১-৩৯৯৬৬৬, ০১৭৩৩-৫৭৫৯২০ (সম্পাদক ও প্রকাশক)
০১৭২২-৯৪০২১৬ (বার্তা সম্পাদক)।
ই-মেইল : sonalysylhet2016@gmail.com
Web : www.sonalysylhet.net
Design and developed by ওয়েব হোম বিডি